Sunday, May 15, 2016

ই.ডি.ও সম্পর্কে কিছু কথা



বিসমিল্লাহি রহমানির রহিম
ভর্তি চলিতেছে
ভর্তি চলিতেছে
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত
ইঞ্জিনিয়াস ডেবেলপমেন্ট অরগানাইজেশন
(ই.ডি.ও)টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
EDOTTC  প্রতিষ্ঠা সন-২০১৫  প্রতিষ্ঠান কোড নং-৫৩১১৫

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোড কর্তৃক স্বীকৃত স্বল্প মেয়াদী ৩/৬মাস
কারিগরী শিক্ষার একটি মানসম্মত ও স্থায়ী প্রতিষ্ঠান।

প্রসপেক্টাস
·         কর্মমুখি শিক্ষা দেশ গড়ার হাতিয়ার ।
·         কর্মমুখি শিক্ষা নিজেকে কর্মে সংযুক্ত করনের হাতিয়ার ।
·         কর্মমুখি শিক্ষা বেকারত্ব দুরীকরনের হাতিয়ার ।
·         কর্মমুখি শিক্ষা জাতিকে বেকারত্ব অভিষাপ হতে মুক্তির অন্যতম উপায় ।


বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে অথাৎ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কর্মমুখি শিক্ষার বিকল্প নেই । বিভিন্ন ক্ষেত্রে দেশ বিদেশে প্রচুর দক্ষ জনবলের চাহিদা রহিয়াছে । যাহা পুরনে আমাদের এই জতসামান্য উদ্যোগ ।




আমাদের পরিকল্পনা
কোর্স সমাপ্তির পর যে সকল শিক্ষার্থী ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য ইন্ডাষ্ট্রিজের মেশিনারিজের উপর বিশেষ প্রশিক্ষন নিতে আগ্রহী তাদেরকে Projector এর মাধ্যমে মেশিনারিজের Troubleshooting নিরর্ণ এবং সামাধান প্রক্রিয়া ব্যাখ্যা করানো হবে ।

শিক্ষাদান পদ্ধতি
এখানে গ্রুপ ভিত্তিক Practical বাতিল করে এককভাবে শিক্ষা দেওয়া ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয় । যা কর্মমুখি শিক্ষার জন্য অতিব জরুরী ।
 


যোগাযোগের ঠিকানা:
Mobail: 01914161093
সফিপুর উত্তর পাড়া মালেক স্পিনিং এর গেট হতে 200 গজ উত্তরে (বৌ বাজার সংলগ্ন) মৌচাক ,কালিয়াকৈর, গাজীপুর ।

No comments:

Post a Comment